কোন বাতাসে উড়ে বেড়াও,
কোন ভাবনায় হাত বাড়াও
কোন খেয়ালে থাকো
কোন রঙ তুলিতে স্বপ্নদের আঁকো !
হয় না জানা, থাকে সব অচেনা-
কি দিয়ে সব অজানা যাবে কেনা!
অধির থাকি জানার পারাপার ঘাটে
আসে না বার্তা সময় অপেক্ষায় কাটে।
কী ভাবে রচিত হয় যোজন মাইল দূর!
মিলিতে পারি নি কোন অংক বা সুর।
তীব্র স্রোতে
কোন আবেগ হতে-
কিসের বাসনা বেড়ায় উড়ে
সারা অন্তর জুড়ে-
কোন রহস্যের জালে
কোন অন্তরালে, কোন স্বপ্নের তালে !
থেকে গেল সব
শুধু বুঝি এ শুধু জীবনের এক নতুন উৎসব।।
তারিখঃ জানুয়ারী ২২, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,