কত সুর মনে ছুঁয়ে গেল, কত বিচিত্র সুর
সকাল থেকে সন্ধ্যা, গভীর রাত, মধ্য দুপুর।
কেবলি তোমার একটুকু কথার সুরেলা কন্ঠ
হৃদয়ে কেটেছে গভীর দাগ, অন্তর টেনেছে প্রচন্ড।
সকল সুর আজ পরাজিত অন্তরে কেবলি বাজাও
সকল সৌন্দর্য মাধুরী দিয়ে নিজেকে নিজে সাজাও
চেয়ে থাকি আমি অপলক দৃষ্টি সীমায়-
সম্মুখে তুমি যেন সৌন্দর্য প্রতিমায়।
তোমারি সেই সুর হৃদয়ে রইলো বাঁধা অসীম সীমানায়,
যত দিন ভুবনে বশিভূত প্রক্রিয়ার এক গোলক- ধাঁধায়।
তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,