তুমি যখন চলে যাও সব শূণ্য করে দিয়ে যাও
শুকিয়া যাওয়া নদী খাল আমার হৃদয়ে বসাও।
অসীমে চেয়ে থাকি আবারও দেখার আশায়-
কখনও কখনও আশাগুলি রঙিন স্বপ্নে ভাসায়
তোমার পথ ধরে তোমার নিত্য চলাচলে
আলোকিত প্রাণে আমার নক্ষত্ররাজি জ্বলে,
বারবার কোথা থেকে সব যত হাহাকার
দেখায় ভয় তোমাকে শুধুই হারাবার।
কেন যে বন্দী হই না এক খাঁচায় এক বৃত্তে
এক বাসনায় এক মায়ায় – নিবিড় চিত্তে।।
কেন দূরে দূরে থাকো কেন চিরদিন কাছাকাছি নয়!
মনের বাঁধনে বাঁধা পড়ে হয় হৃদয়, যা চির বিশ্ময়।
সেই বিশ্ময়ের মায়ায় ছায়ায় তুমি মহা-বিশ্ময়ে গড়া
আলোকিত প্রাণ আমার আজ তোমার সৌন্দর্যে ভরা।।
তারিখঃ আগষ্ট ২১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,