কোন বিষাদে মন নিয়ে ঘুরে বেড়াও
কোন উদাস ভাবনায় দৃষ্টি এড়াও!
কি সুখ পাও যাতনা মনে চেপে রেখে
কোন সুখে দুঃখ রাখো আড়ালে ঢেকে!
সকলে সম্মুখ দেখতে পায়
অন্তর দেখা দুঃসাধ্য প্রায়।
খানিকটা যদি প্রকাশ হতে
হৃদয় নদীর স্বচ্ছ শ্রোতে
কিছুটা দুঃখ ভাগাভাগি করে নিতে
আমাকেও যদি দুঃখর ভাগ দিতে
তবে সখি আমারও হত প্রকাশ
তোমার মাঝে যেখানে মুক্ত আকাশ!
এক আকাশে এক অন্তর ভাষাতে
সব কিছু মিলে যেত এক আশাতে।
করি নি কিছু দাবি, ইচ্ছা যদি হয়-
হৃদয়ের মাঝে হৃদয় এটাই হোক পরিচয়।।
তারিখঃ অক্টোবর ২১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,