একা একা বসে থাকা
রবি ঠাকুরের সোনার তরী কবিতার লাইনের মত
” কূলে একা বসে আছি । ”
প্রায় বসে থাকা একা একা।
কিছু পুরাতন কথা, কিছু পুরাতন স্মৃতি
পাশে থাকে বসা যেমন প্রেমিকের পাশে বসে থাকে প্রেমিকা।
পুরাতন কথার ভীড়ে, কিছু পুরাতন স্মৃতির ভীড়ে-
কী এমন লাভ বা ক্ষতি থাকে !!
যে লাভ বা ক্ষতির কথা কখনও ভাবে নি,
প্রেমিক – প্রেমিকা বহু কাল পাশে বসে বসেও।
কী কথা বলে প্রেমিক – প্রেমিকা গভীর মগ্ন হয়ে !
কী এত কথা বলার থাকে তাদের বহুকাল ধরে
এ সব যেমন হয় নি জানা,
তেমন করে হয় নি জানা কিছু পুরাতন কথা,
কিছু পুরাতন স্মৃতি নিয়ে কেন একা একা বসে থাকা!
কোন পথ ধরে কবে তাকে নিয়েছে অচেনা পথ –
আমার হয় নি তা জানা।।
তারিখ: মার্চ ২৭, ২০১৪
রেটিং করুনঃ ,