ছন্দিত মন আনন্দিত কারণ কাঁপে অনুক্ষণ
জাগে মনে বাসনা মনে জাগে প্রতিজ্ঞা পণ
ছোঁয়া দেয় মনে ভিন্ন আবেগে উন্নত বাসনায়
জীবন সাধনায় অচেনা অনুভবে অনন্ত সীমানায়
করুণ একটু ক্ষণ কি বসেছিল তোমার নয়ন জোড়ায়
তাই যেন কেন সেই দিন থকে অকারণে আমাকে পোড়ায়
নাকি ছিল ভুল দেখা ত্প্ত হৃদয়ে দহনে দহনে মরুর মরিচিকা
হৃদয় দেখার আলো, তুমি যে জাগরণের আলোক শিখা।
আরও যদি পারি একটু প্রফুল্লতা দিতে, একটু আনন্দ ধারা
অযুত কোটি হাসি ফুটাতে এমন বাসনায় নিজেকে করেছি সারা।
যেতে চাই কাছে তাই নিজ বাগানের প্রিয় ফুলের নেশায়
সুরোভী কমলোতায়, সৌন্দর্যমাখা প্রিয় গন্ধের আশায়।
তবে মনে কেন জাগে নানান শঙ্কা,
যদি রচিত কোন ক্ষোভ দংশন অচমকা
সামান্য ক্ষতি ভেবে যদি ছুড়ে মারো বিষমাখা তীর
ছিন্ন বিদির্ণ যদি হয় হাজার বছরের বাসনার নীড়
তুমি কি আসলে তাই ! যাদু মায়ায় বশকারি
ভ্রান্ত চোখে দেখা দিয়ে সুধা রস পান করা নারী !
আমার কল্পনার মত বাসনার মত কখনই কি তুমি নও
দেবী মানি, প্রার্থণা করি আমার জন্য একটু ত্যাগ সও।
তারিখঃ জুলাই ২৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,