নিত্য দিনের দেখার মাঝে বড় ফাঁক দেখে
মনের কোণে অজানা ভাবনার নানা ছবি যায় এঁকে
আতংকিত মনে নানা ভাবনায় বাঁধে নীড়
আমি যেন একজন পথিক সীমাহীন দৃষ্টির।
কত আশা ফোটে মনের কোণে
আপন মনে কত স্বপ্ন যে বোনে
অধির হয়ে ভাবি কবে সেই দিন
দিবে ধরা শান্তি নিবিড় দহন বিহীন।
অপেক্ষার পরে অপেক্ষা যত
ছেলের ফিরে আসা মায়ের ভাবনার মত!
কবে হবে তোমার ফেরা
অসীম বাসনায় তুমি যে ঘেরা,
সকল আয়োজনে অধির হয়ে-
বাসনার নদীটি কেবলি যায় বয়ে।
সব কাজ ফেলে অন্য সঙ্গ ছিন্ন করে
চলে আসো শিউলি ফোটার ভোরে
শিশির মাখা ঘাসে শুভ্রতার যে চাদর
সেখানে হোক দেখা, কথা, নীরবতায় একটু ছোঁয়ায় আদর।
তারিখঃ অক্টোবর ২৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,