অনেক কারণে মানুষের মন উদাস হয়, যেটাকে বলি উদাসী মন। কোন কিছুই ভালো লাগে না। না ঘর, না প্রিয়জন, না বন্ধ, স্বজন।
মন যখন বিশেষ বন্ধন থেকে মুক্ত হয় স্বাধীন হয় তখনই মানুষের মন উদাসী হয়। পৃথিবীর এত সৌন্দর্য সম্ভার, সম্পদ যখন তাকে আর আকৃষ্ট করে না।
কিন্তু আজ পেক্ষাপট ভিন্ন নানান আশঙ্কায়, ভয়ে ও শোকে আমরা অনেকই এখন বেশ উদাস ! না আছে সামনে কোন ভালো পরিকল্পনা, না আছে আশা, স্বপ্ন !
বিপরীতে আবার অনেকের মন খুব চাঙ্গা, তেজী মনোভাব কি ভাবে আরও দূর্নীতিবাজ হওয়া যায়! সম্পদের পাহাড় গড়া যায়! অন্যায় অবিচার করার কঠিন প্রতিযোগিতা তাদের মনে প্রাণে। হাজার বা লক্ষ অকাল মৃত্যু মনে হয় এখন তাদের পুঁজি !
তারিখঃ জুন ২৯, ২০২০
রেটিং করুনঃ ,