নিজেকে শূণ্য করে দিয়ে, একাবারে নিঃশ্ব!
হাহাকার তো কম করি নি আর
তবুও মনে হয়েছে আরও একবার
সামনে দাঁড়াব, হাত বাড়াব।
পবিত্র পানিতে নিজেকে শুদ্ধ করে
যদি বল শুদ্ধ হয়েছি।
ক্ষীণ আশা যা গিয়েছিল প্রায় নীভে
যদি তা আলকিত হয়।
পুরাতন কোন স্মৃতি না রেখে
কোন অনুভূতি কথা, লেন-দেন!
নতুন যাত্রায়
যদি ডাক দাও
মিথ্যা প্রতিশ্রুতির আর হবে না বুনন
জীবনের যত অনুক্ষণ।
অসীমের পানে চেয়ে থাকি
শূণ্য আশায়, শূণ্য ভাষায়
অজানা নির্জনে বন্দী থেকে
অসমাপ্ত সময় সীমানায়।
যদি ডাক দাও
আবারও সামনে দাঁড়াব, হাত বাড়াব।
সত্য প্রতিশ্রুতির বুনন শুধু
যতই হোক আসুক রুক্ষ্যতা, দাহ তাপদাহ ধূ-ধূ
যতদিন পৃথিবীর ‘পরে
একমনে এক চিত্তে
অন্য নতুন ভুবন দেখিতে
প্রিয় হৃদয় একান্তে নিবিড়ে সাথে নিতে
একটি নতুন ভুবন গড়িতে।
নিবদিত প্রাণে, একটি আশায় প্রার্থনা মনে-
আবারও সামনে দাঁড়াব, আবারও হাত বাড়াব।
তারিখঃ নভেম্বর ২০, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,