তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম বলে
সব আশা বাসনাগুলি পূরণ হতে চেয়েছিল
একটি সংঙ্কির্ণ মানসিকতা থেকে বেড়িয়ে
উদার হওয়ার কথা ছিল।
আকাশে উড়া চিলের মত বিশাল এক অনুভূতির
ভুবন পাওয়ার কথা ছিল।
উচ্ছ্বাসে ঝর্ণ ধারা, চলাচলে শান্ত দীঘির ঢেউ
প্রার্থণা ঘরে প্রবেশের মত
সম্পূর্ণ শুদ্ধ মন হওয়ার কথাও ছিল।
খুব পবিত্র একটি পণ ছিল তোমাকে ভালোবাসার
বৃক্ষের সাথে পাখির যেমন টান।
নদী পানির সাথে জেলের যে বন্ধন।
ভরা বর্ষায় নদীর ঢৈউয়ে যে ছন্দ
জমির সাথে কৃষকের
তেমনই অনুভূতিতে উঠার কথা ছিল
বাসনার উত্তাল ঢৈউ
হৃদয়ে গভীল বন্ধন, আকর্ষণের টান।
ভালোবাসার পথে, সেই পথ ধরে এগিয়ে চলেও
হঠাৎ কেন পথ অন্য পথের নক্সায় এগিয়ে নিয়ে গেল
যেখানে শুধু যাতনা, অতৃপ্তির সমাহার
পুড়ে পুড়ে খাক হয়ে যাওয়ার কথা বলে।
মন-ময়িতা আমার-
তুমি কি এবারও চাও নি আমি চলি ভালোবাসার পথ ধরে
যে পথে তোমাকে পাওয়া যেত, সাথে নিবিড় শান্তি
বাসনা সেখানে মিশে প্রবল সুখে।
শুধু যদি একবার জানায়ে দিতে
তোমার চোখে ভুল কিছু খুঁজতে বেড়িয়েছি আমি বহুকাল!
মন পড়ুয়া নারী তুমি-
কখনও কি দেখ নি তোমার চোখে আমার চোখ !
যদি একবার অহংকার দেখাতে কিম্বা দাম্ভিকতা!
ফিরে যেতাম আমার পথে
নাই বা হতাম উদার!
নাই বা পেতাম বিশাল ভুবন
কোন মমতা কোন বন্ধন, অনুভূতির তীব্র টান!
একটি দুষিত আত্মা নিয়ে না হয় হতো আমার বসবাস!
তারিখঃ অক্টোবর ০৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,