যে দিন গুলি ছেড়ে এসেছি তা ফেলে দেওয়া দিন নয়, অনেক যত্ন করে রাখা দিন, প্রতিটি দিন সমাপ্ত করার মধ্যে একটি সাফল্য ছিল তাই বড় যত্ন করে রাখা সেই দিনগুলি ছেড়ে আসা বা ফেলে আসা অথবা যতই অতীত দিন বলে থাকি না কেন সব দিনগুলি প্রতিটি দিনের সাথে জোড়া লেগে এখন একটি দীর্ঘ সময় কাল বা একটি দীর্ঘ পথ। কিন্তু দীর্ঘ সময় কখনই মনোরম, সুখকর হয় না, একটি একঘেয়েমি, বিরুক্তি ভাবও থাকে, আবার দীর্ঘ সময় ছাড়া জগতে বিশাল কিছুর সৃষ্টি অথবা ধ্বংস সাধনও হয় না। ক্ষুদ্র ক্ষুদ্র সময়কালে অনেক কিছুই সমাপ্তি ঘটানো না গেলেও ক্ষুদ্র একটি মূহুর্ত আমাদের সারা জীবনকে নাড়া দেয়।
যতই ক্ষুদ্র একটি মূহুর্ত আমাদের সারা জীবনকে নাড়া দিক না কেন ! ক্ষুদ্র সময়কালকে আমাদের কাছে ক্ষুদ্রই মনে হয়, জীবনে দৃশ্যমান কিছু প্রতিষ্টিত করতে চাইলে দীর্ঘ সময়ের প্রয়োজন সেই দীর্ঘ সময়কে প্রতিষ্টিত করতে চাই ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক প্রফুল্ল, দিল খোলা মূহুর্ত চলার পথে শক্তি যোগায়, যা খুব প্রয়োজন। সেই প্রয়োজনটার বড় উপাদন হচ্ছে আন্তরিকতা – যে কথা অন্তরের সাথে শুধু অন্তরে বলা। তবেই সমস্ত ভালো দিক গুলি একের পর এক যুক্ত হয়ে দীর্ঘ সময় কাল বা একটি দীর্ঘ পথ রচনা হয়।
( ছবিটি ইন্দিরা ভবন দিল্লী থেকে তোলা)
তারিখ: মার্চ ০৩, ২০১৮
রেটিং করুনঃ ,