কোন বাঁধায় পড়ে সেই কথাটি আর হলো না প্রকাশ
রাত বাড়ে, সময় বাড়ে, সাথে বাড়ে ঘনো দীর্ঘ শ্বাস,
প্রকাশের কোন বাসনায়, মনে আজ কিসের আনাগোণা
শুধু বুঝি যা যাবে না, যা যায় না হিসাবে গোনা।
কেমন তার অনুভূতি কেমন তার চলার গতি !
থেকে যায় সব বাকি, যেন কঠিনের থেকেও যা অতি।
তেমনই তোমার ধরণ, তোমনই তোমার রূপ, অপরূপ
বুঝার উর্ধ্বে বেশ তুমি, হয়তো বুঝেও থেকেছি নিঃচুপ।
বিশ্ময় দেখেছি জীবনে বহু, এ চলার পথে পথে
সারা মন জুড়ে তুমি যেন এক খন্ড মেঘ শরতে।
সব কিছু বিলিয়ে দিয়ে এক খন্ড শরতের মেঘের মত
উদার আকাশে এক খন্ড মেঘ হয়ে কেবলি তুমি অবিরত।।
অন্তরে আমার, অনুভূতিতে আমার হৃদয় প্রান্তর জুড়ে
থেকেছি ভুলে জগৎ সংসার, তোমার মাধবী প্রাণের সুরে।
থাক সব কথা, হলো না যা প্রকাশ, থাক সবই অপ্রকাশিত।
থাকো অন্তরের গভীরে একটি তারা হয়ে, যা চির প্রজ্বলিত।।
তারিখঃ মে ১৫, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,