ঘনো চুলে নয় চোখের দেখায় তোমার একটি চুলে
দেহ মন প্রাণ হঠাৎ কম্পিত! উঠলো প্রচন্ড দুলে
সেই তোমার চুলের শোভিত মায়ায়।
হৃদয় আকাশ মিশেছে প্রশান্তির ছায়ায়
কত বর্ণনায়, কত চিত্রে কত ভঙ্গিমায়
গড়েছি ভাবনার ভূবন অসীম সীমায়।
কত কাব্য কথা লিখে যায় আমার কলম
লেখা থামার নয় কেটে যাবে যেন জনম জনম।
নানান ধারায় লিখে যায়, নানান প্রিয় নাম।
আমি ভাবি কি দিয়ে মিঠাবো একটি চুলের দাম !
বার বার নত হই তোমার একটি চুলের আকর্ষণে
সকল চাওয়া আমার পরাজিত তোমার সৌন্দর্য গ্রহনে
জানি নাই বুঝি নাই কি যাদু মায়া তোমার চুলে
যুদ্ধ সাজে শত শত জাহাজ আছে যেন পাল তুলে।
কি ভয়ংকর শক্তি ! কত সৌন্দর্য ! কি তীব্র টান
ছুটেছে যেন জগৎ; ঘূর্ণিপাকে আমার অন্তর প্রাণ।
তুমি নারী বলে কি! একটি মাথার চুল এতো শক্তিমান
শূণ্য হতে চাই অর্জিত সব কিছু তোমাকে করে দান
শক্তিতে, কাব্য কথায়, ছন্দ খেলায় কলম লিখছে অবিরাম
যত দিন জীবন আয়ু, তোমার একটি চুলে আমার চির প্রণাম।।
তারিখ: জুলাই ০২, ২০১৮(শ)
রেটিং করুনঃ ,