পাওয়ার কথা ছিল বলে-
নীরবে কাঁদতে হয়েছে শতাব্দীর কান্না এক সাথে।
অথচ ফাঁসী কাষ্টে দাঁড়ানোর আগে কান্না থেমে যেত আগেই।
আজ বাতাসের বেগ, দিক সীমানা অনিশ্চিত
কখন তীব্র ঘর্ণি বেগ!
এলোমেলো বাতাসে স্বপ্ন চুরমার।
চোখের আড়ালে কখন জমেছে কষ্ট পানিরা সব
হৃদ পিন্ডে দূর্বল সংকেত প্রবল,
জীবন; সময় সীমা নির্ধারণ করে নিয়েছে-
যখন তখন একটি ঘন্টা বেজে যাবে ।
তোমাকে পাওয়ার কথা ছিল বলে-
নদী পাড়ে আর হাওয়া বদল করা গেল না,
পাড়ার একটি ছোট্ট ছেলেকে কথা দিয়েছিলাম
মেলা থেকে অনেক খেলনা কিনে দিব!
ভ্রমণের কথা ছিল অন্য একটি দেশে
ব্যবসায়ের পরিধী বাড়ানোর কথা ছিল
পছন্দের জুতা, সার্ট, মোবাইল সেট!
এমনি করে অনেক কাজ অসমাপ্ত থেকে গেল,
বাকি থেকে গেল বকেয়া যত ঋণ।
তোমাকে খুব করে পেতে চেয়েছি বলে-
খুব ছোট্ট হয়ে এসেছে নানান শখের জীবনটা।
স্বপ্নগুলি উড়ে চলে গিয়েছে-
দূর আকাশে,
মেঘেদের সাথে, কোথাও বৃষ্টি ঝরাতে
ভাবি নি আর-
কি হতো তোমাকে একান্তে পেলে!
যখন তখন একটি ঘন্টা বেজে যাবে খুব দ্রুত!
তারিখঃ নভেম্বর ১৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,