সাদামাটা একজন প্রেমিক হতে চেয়েছিল বদরুল,
যেমন অনেকে হতে চায় !!
কবিতা লিখত সে খুব।
একদিন বদরুল বলেছিল –
পাথর গলিয়ে কাঁদা মাটি দিয়ে সে,
আকাশিকে গড়ে তুলবে
যেমন করে মা গড়ে তুলে শিশুকে।
একদিন আকাশি আকাশ ভেংগে,
সব কসম গুলিয়ে খেয়ে,
বদরুলকে বলল ‘আমি যদি করি বরের ঘর,
কতটুকু সুখি হবে তুমি বদরুল !! ‘
একটানা ছত্রিশ রাত না ঘুমিয়ে,
কবিতার ছন্দে লিখল কলমে
তোমার চুলের খোঁপায় রাখিও একটি গোলাপ ফুল।।
আকাশিকে নিয়ে বদরুল লিখেছিল
মোট এক শত তেপান্নটি কবিতা,
আরও সাতচল্লিশটি লিখতে চেয়ে বলেছিল-
দুইশত তম কবিতাটিতে নয়,
কাঁদা মাটিতে নয়, সবুজ ঘাসে নয়,
শুধু শেষ ঠিকানায়
একটি গোলাপ যেন পাই।।
তারিখ : ফেব্রুয়ারী ১৯, ২০১৩
রেটিং করুনঃ ,