Alexander the Great, মহান Alexander আমি, প্রায় সারা বিশ্ব জয় করে হে জ্ঞানী বৃদ্ধ আমি এসেছি এবার তোমার কুঠিরে।
বিশ্ব জয়ি মহান আলেকজান্ডার এবার তোমার কুঠিরে।
বল জ্ঞানী বৃদ্ধ, জ্ঞানের ধারক, কি চাও তুমি !!! কি নেই আমার তোমাকে দেওয়ার !!
তোমার জির্ণ কুঠিরের সামনে দাঁড়িয়ে আজ আমি বিশ্ব জয়ি মহান আলেকজান্ডার !!
হে জ্ঞানী বৃদ্ধ বল কি চাও, কিছুই কি নেই আমার তোমাকে দেওয়ার
– বৎস্য আলেকজান্ডার, সূর্যের আলো ছাড়া আমার ইচ্ছা বাঁচার !!
প্রায় সারা বিশ্ব জয়ি আলেকজান্ডার আয়তনে এবার ক্ষুদ্র হতে থাকলেন একটি মহদেশের আয়তনে।
ক্ষুদ্র হতে থাকলেন মহদেশের আয়তনে থেকে একটি দেশের আয়তনে।
ক্ষুদ্র হতে থাকলেন একটি দেশের আয়তনে থেকে একটি প্রদেশের আয়তনে, ক্ষুদ্র হতে থাকলেন একটি জেলার আয়তনে, একটি গ্রমের আয়তনে, একটি মাঠের আয়তনে, একটি মাটির টুকরার আয়তনে।
প্রায় সারা বিশ্ব জয়ি আলেকজান্ডার এবার ক্ষুদ্র হতে আয়তনে একটি বালু কণার আয়তনে।
অবশেষে আলেকজান্ডার আরো ক্ষদ্র হলেন, একটি ক্ষুদ্র বালুকণার চেয়েও আরো ক্ষুদ্র হয়ে মিলিয়ে গেলেন জ্ঞানী বৃদ্ধের সূর্যের আলোর তুলনায়।
রেটিং করুনঃ ,