মাস ফুরালে, বছর ফুরালে, যুগ ফুরালে সব কি শেষ হয়!
দেখি না তোমায় সে তো বেশ কয়েক দিন হবেই।
স্রোষ্টার কাছে জানতে চেয়েছি, জগতে এতো কিছু দেখার বাকি থাকার পরও
একটি বারের জন্য তোমাকে দেখার এ স্পৃহা কেন !
উত্তর পাই নি, তাই নিজেই জানতে চেয়েছি খুব অসহায় হয়ে
খুব নতজানু হয়ে, পরাজিত সৈনিকের মত
সন্তান হারা মায়ের করুণ মিনতির মত
ফিরে আসা সন্তানের ফিরে আসা ক্ষণের আকুতির মত আমি জানতে চেয়েছি
কোথায় বলতো দেখা হবে !
কৃষ্ণ চূড়ার তলায়, যেখানে দুপুর খুব মনোহর।
সমুদ্র সৈকতে যখন তুমি এঁকে যাবে তোমার হারানো স্মৃতি !
কলেজ গেটে নাকি ছল করে কথা বলার সেই লাইব্রেরীতে!
একটা ঠিকানা দাও
যেখানে দেখা হবে, বড় দেখা করতে ইচ্ছা করে
শুধু যেন কয়েকটা মিনিট দেখি এক পলকে।
দুটি জগৎ হয় এক আজও, বিজ্ঞান এমন কথা নাও লিখতে পারে
আমি লিখে দিলাম দুটি জগৎ এক হবে যেদিন দেখা হবে।
একটা ঠিকানা দাও বলতো ঠিক কোন খানে দেখা হবে !
শেষ গলিটার মাথায় যেখানে অর্ধেক দেয়ালটা ভাঙ্গা !
দীঘি পাড়ে বকুল তলাটা তোমার খুব পছন্দের ছিল, না হয় বাদ দিলাম
ও জায়গাটা, সারা শহর তো পড়ে আছে না হয় শহরের পাশে কোন চায়ের দোকানে !
একটা ঠিকানা যদি না দাও তবে বল কখন দেখা হবে !
জ্যোৎস্না রাতে যখন তরুণী অপরূপ সুন্দরী হয়
তারা ভরা রাতে যখন আকাশের মেঘ চাঁদের আলোয় মালা গাঁথে !
মাঝ রাতে যখন শিশু কেঁদে উঠে, আদর যখন খোলা আকাশে ভাসে তখন !
কখন !
শ্রাবণ রাতে টিনের চালে যখন ঝর ঝর বৃষ্টি নামে !
প্রচন্ড তাপদাহে যখন পাখি বিশ্রাম খোঁজে গাছে ডালে তখন
নাকি প্রচন্ড শৈত প্রবাহে যখন ঠোঁঠ কাঁপে থর থর ভারী হাওয়া কন কন!
প্রথম প্রেম আসে যখন কিশোরী মনে, প্রথম কণের হাতে বরের হাত
যখন শেষ হয় বাজিমাত!
তখন !
আমি একটি ক্ষণ চাই, আমি একটি দেখার ঠিকানা চাই
এ দাবী রেখে যাব আমি।
সমুদ্র পানিতে যত দিন পানি শুকায়ে মরু-ভূমি না হয়।
তারিখঃ জুন ২১, ২০১৮(শ)
রেটিং করুনঃ ,