তোমাকে নিয়ে একটি কবিতা লিখব বলে ঘুম আমাকে জাগিয়ে রাখে
ঘুম আমার বশ হয়েছে বেশ! সময়ের বাঁকে বাঁকে!
তাই তো তোমায় ডাকি মাঝ রাতের ঘুম ভাঙ্গানিয়া।
অক্ষরকে শব্দ বানিয়ে তোমাকে রাখি প্রিয় সব লাইনে বেঁধে বেঁধে।
কত শত লাইন লিখলে আমি আর থাকব না রাত জেগে জেগে !
হবো না আর কখনও তোমার রাত জাগানিয়া।
তোমার ঢেউ খেলানো চুলকে বলেছি ঘন কালো অরণ্য
কালো চোখের কোন উপমা না পেয়ে শব্দকে করেছি তন্ন তন্ন!
হাসি রাশি রাশিকে বলেছি পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা ধারা
সৌন্দর্য মাধুরীর কোন উপমা না পেয়ে শব্দকে করেছি সাহিত্য ভান্ডার হারা!
আলোকিত মুখকে বলেছি জোৎস্না রাতের নরম সময়ের মধ্য প্রহর
নরম হৃদয়ের কোন উপমা না পেয়ে শব্দকে করেছি আবেগে প্রখর!
রাত জাগানিয়া, আমার ঘুম ভাঙ্গানিয়া, আমার সকল প্রিয়ের প্রিয়া
তোমার হৃদয়ে কবে থাকবো আমি নিবিড় বাঁধনে বাঁধিয়া!
আর কত শত লাইন লিখে গেলে
কত কাব্য কথার দেখা পেলে
লেখার লাইন যাবে থেমে
লেখা মঞ্চের পর্দা যাবে নেমে।
সকল দুঃখ-কষ্ট, দাহ-অনল, বাঁধা পাহাড় সমুদ্র, অরণ্য ভাঙ্গিয়া।
সব অনুভূতি, সব যাত্রা শেষ করে কবে তোমার হৃদয়ে যাব পৌঁছিয়া।
তারিখঃ নভেম্বর ২৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,