ভালোবাসায় দান, দয়া, ক্ষমা কোন কিছুই
মিশিয়ে দেওয়া যায় না।
কিছু একটা দান করতে চেয়েছিলাম
যেমন ধর-
একটা বাগান, কিছু ফুল, পছন্দের কিছু একটা।
বিকল্প ভাবা গেল না, যা ভালোবাসার বিকল্প হতে পারে!
তুমি তো তেমন কোন পাত্রী নও
কোন অন্যায় জন্মায় না অন্ততঃ তোমার মনে,
আমার চোখে, মনে ও মননে।
ক্ষমা বড় বেমানান ভালোবাসায়।
আমাদের ভালোবাসার সীমানায় কোন বিপদে পড়া
কোন ঘাটতি পড়ার কথা নয় তাই
দয়াও বড় বেমানান আমাদের এই ভালোবাসায়।
তোমার অভাব বোধ, দূরে থাকা,
কাছে থেকেও কুয়াশায় ঘিরে রাখা,
মরিচিকার মত হয়ে যাওয়া।
এইসব খুব কষ্টের যন্ত্রনায় মাখা
অথচ মানুষ খুব সহজেই ভালোবাসা পেতে চায়
ভালোবাসা দিতে চায়, ভাসতে চায় মিশে থাকতে চায়।
বড় কন্টকাকীর্ণ পথ বলে এই ভালোবাসার প্রতি তীব্র আকর্ষণ।
কেউ ভালোবাসা পায় খুব সহজে,
কেউ বিলায় নিজেকে নিঃস্ব করে।
বলো তো আমি কি নিঃস্ব হতে পেরেছি !
বড় একটি কন্টকাকীর্ণ পথ ধরে আমরা কিছুটা কি এগিয়ে যেতে পেরেছি।
তারিখঃ জানুয়ারী ২৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,