বেশ লক্ষ্য করি দুই একটি কবিতা লিখে
অনেকেই বই এর মোড়ক উম্মচনের মত প্রেমের চুক্তি
আকাশে ছড়িয়ে দেন।
এটা সত্য প্রেম আসে প্রায় প্রতিটি মানুষের মনে
ভিন্ন পথে, ভিন্ন আকারে প্রায় প্রতি ক্ষণে।
কখনও কি মনে হয় আপনাদের !!
প্রেমের মাঠ একটি কলিজার পোড়া মাটির মাঠ !
একটা দাবানল যে আর থামবে না!
একটি জায়গা আটকিয়ে থাকে শ্বাস !
যে আসে মরিচিকা চোখে !
প্রেমের এ রকম ব্যাখ্যা দেওয়া যায় অনেক নিত্য্।
প্রেমের বার্তা পাঠালে হয় না তা কবিতা।
কবিতা লিখে হয় না তা প্রেম।
পাঠক একটি প্রশ্ন দিলেন রুক্ষ্য মেজাজে এবার –
আপনি এ সব জানের কি ভাবে !!
তবে শুনুন উত্তর – প্রেম, কবিতা; এ গুলি কোন পোষাক নয় বা মজাদার খাবার।
এক একটি অসহায় কষ্টের শব্দ,
হতে পারে প্রেম কিম্বা কবিতা।
রেটিং করুনঃ ,