বিজ্ঞানী, কবি, জ্ঞানী ব্যাক্তি সফল মানুষদের
জানার আগ্রহ অনেক অনেক বেশি, সাধারণ মানুষদেরও।
আমি বিজ্ঞানী হতে পারি নি, কিম্বা কবি এবং জ্ঞানী ব্যাক্তি,
সফল কোন মানুষও না।
খুব সাধারণ মনুষ হয়ে তোমার প্রতি বিন্দুতে বিন্দুতে,
সময় কাটানোর প্রতিটি ক্ষণের প্রতি
এতো প্রবল জানার আগ্রহের কারণ বুঝি নি।
একটি ভ্রম, একটি মায়া, সৃষ্টির মহা বিশ্ময়
এ সবই মনে হয় বারবার তোমাকে।
হাসি আলো মুখ যেখান থেকে সরল হয় পৃথিবী,
বেদনা বৃক্ষে ছেয়ে রাখা মুখ যেখান থেকে রুক্ষ হয় পৃথিবী।
অনেক আগ্রহ এইসব জানার।
চোখের পলকের উঠা নামা, চোখের পাপড়ীর শিল্প রূপ
একটি চুলের উড়ে চলাও, এইসবে খুব আগ্রহ।
তবে এই আগ্রহ থেকে হৃদয়ে শুধু কি কতকগুলি
কালো পাথর খন্ড জন্মাবে আর অন্য কিছু কি নয়!
একটি বাগান, একটি পথ
যেখানে বিশ্রাম নেওয়া যেত যে বাগানে।
অনন্ত-কাল শুধু হেঁটে চলা যেত!
নাই বা হোক একটি মহল, কাব্য গ্রন্থ্য।
কোন কারাগার বা বৃহৎ তোরণ, প্রচীর।
তবুও তো জানার অধিক আগ্রহের বিনিময়ে চেয়েছি
তোমার একটি অপলক দৃষ্টি।
তারিখঃ জানুয়ারী ২৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,