প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লা নামে বিভাগ হবে না। কুমিল্লায় বিভাগ হবে মেঘনা নামে। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৯ তলাবিশিষ্ট নবনির্মিত অত্যাধুনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালে কুমিল্লা নামেই বিভাগ করার জোরালো দাবি জানান কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি দুইটা বিভাগ বানাব, আমার দুইটা নদীর নামে। একটা পদ্মা, একটা মেঘনা। এই দুই নামে দুইটা বিভাগ করতে চাই।’
এ সময় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘আপা’। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হুঁ, বলো।’ তখন সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘কুমিল্লা নামে।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কু নাম দেব না আমি।’
তখন বাহাউদ্দিন বলেন, ‘না আপা, কুমিল্লা নামে। সারা কুমিল্লার মানুষ এটা চায়।’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কুমিল্লা নামে দেব না। কারণ, তোমার এই নামের সাথে মোশতাকের নাম জড়িত। সেই জন্য আমি দেব না।’
তখন সাংসদ বলেন, ‘আপা, মোশতাকের কুমিল্লা না। কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্তের, শচীন দেববর্মনের, নওয়াব ফয়জুন্নেছার।’
এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘নো, না আমি দেব না তো বললাম। কুমিল্লা নাম নিলেই তো মোশতাকের কথা মনে ওঠে। কুমিল্লা নাম হবে কেন? তাহলে তো চাঁদপুর বলে আমার নাম হবে, নোয়াখালী বলবে আমাদের, নোয়াখালী তো পুরানো একটা…। আমি ফরিদপুর বিভাগ করব পদ্মা নামে। ফরিদপুর নামও দিচ্ছি না। কুমিল্লা বিভাগ করব মেঘনা নামে। কারণ, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। কারণ, এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে। বিজয় অর্জন করেছে।’
এরপর আবার সাংসদ বলেন, ‘আপা, আমাদেরটা আমাদের নামে (কুমিল্লা) দেন।’
এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘এই নামে অন্য জেলাগুলো আসবে না। আমরা চেষ্টা করছি। নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, চাঁদপুর আসবে না, লক্ষ্মীপুর আসবে না, ব্রাহ্মণবাড়িয়া আসবে না। যদি বিভাগ চাও, আমি মেঘনা নামে করে দিতে পারি।’
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ অক্টোবর ২১, ২০২১
রেটিং করুনঃ ,