তোমার বৃষ্টি হওয়ার খুব সখ ছিল
দৃঢ় আর দীপ্ত হয়ে বলেছিল বৃষ্টি তুমি হবেই।
বুঝি নি কি কারণে
আর প্রিয় মানুষ কি করে বৃষ্টি হয়!
তখন তাপদাহের দিন শুরু, দিনের পর দিন বৃষ্টি বিহিন।
খাল বিল শুকিয়ে, ছোট নদীতে পানি নেই
ডাঙ্গায় ফাঁটল, সবুজ বৃক্ষে হলুদের আভা
এমন দিনে দেখা নেই বহু দিন, অযুত দিন, অফুরানো দিন।
একটু তাপের দহন কমাতে শীতলের পরশ চাইলাম,
সাথে টানা বৃষ্টি, প্রাণ জুড়ানো বৃষ্টি ধারা।
রাস্তা, মহা সড়ক, মাঠ, খেলার মাঠ পানিতে থৈ থৈ
খালে বিলে নদীতে শক্তি, উচ্ছ্বাস
পাওযার উচ্ছ্বাস
তৃপ্তি কর সুখের শান্তি, দহন জ্বালা মুছে যাওয়ার মত।
থৈ থৈ পানি দেখি আজ খাল বিলের সুখ
নতুন জীবনের সুখ।
তুমি কোন খেয়ালে, কোন আড়ালে বৃষ্টি হয়েছিলে !
যা জানালে মাঠ ঘাট, আমার হৃদয় বৃষ্টিতে ডুবিয়ে
ভাসিয়ে নিয়ে গেলে খর তৃণের মত আমাকে
এ দেশ থেকে সে দেশে, আর হলো না বসে থাকা থেমে থেকে-
যেমন করে ঘরে থাকে একজন সুখি মানুষ।।
তারিখঃ জুন ০৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,