আপন পরের প্রকৃত সংজ্ঞাটি আমার সঠিক ভাবে জানা হলো না, হয়তো হবেও না। বিষয়টি বেশ জটিল ও পরিধীগতভাবে ব্যাপক, আপন জনের মধ্য থেকে শত্রু তৈরী হয়। অপরিচিত জন আপন হয়ে উঠে শুধু মাত্র স্বল্প সময়ের জন্য নয় বরং আজীবন।
উন্নত মনন বিকাশের চেয়ে প্রতিযোগিতা মূলক ভাবে অর্থ আয়-উপার্জনের দিকে মানুষের ঝোঁক বেশি তখনই সংকট, অবিশ্বাসের, স্বার্থের জন্ম। যেখানে অবিশ্বাসের স্বার্থের জন্ম সেখানে উন্নত মনন বিকাশের পথ বন্দ। পথ বন্দ হলে বিশ্বাস জন্মায় কী ভাবে! ভালো সঙ্গের এখন তীব্র সংকট এক কথায় ভালো গুণাবলি প্রায় বিলুপ্তের পথে।
এমন ধারণার জন্ম হয়েছে কারণ থাকা সঙ্গতঃ আপনকে আর বিশ্বাস দিয়ে বেঁধে রাখা যায় নি বরং তারাই তৈরী করেছে অবিশ্বাস। ধারণাও এসেছে ইদাংনি আপন জনের ধরণ! পর বা অচেনা যে আরও ভয়ংকর হতে পারে খুব সহজে কারণ পদে পদে নানান ফাঁদ পাতা
একক ভাবে চলার জন্য প্রয়োজন বড় সাহসের অনেক কিছু একক ভাবে মোকাবেলা করার এক অসাধারণ শক্তি কিন্তু এই শক্তি অর্জন করাও বেশ কঠিন। তারপরও নিজেকে বিশ্বাস করে পথ চলাই সবচেয়ে বুদ্ধিমানের।
তারিখঃ অক্টোবর ০২, ২০১৯ (ধ)
রেটিং করুনঃ ,