এই বই মেলায় এসো
এসেছি এবার কবিতা হাতে নিয়ে
তোমাকে নিয়ে লেখা কবিতা —
দেখ তো চিনতে পারও নাকি !!
এই বই মেলায় কত পাঠকের কন্ঠে তুমি
উচ্চারিত হলে, আবৃত্তির সুরে- সুরে –
দূর সে – দূর কেটে গেল নিমিষে।
একবার ভেবে দেখ
কবিতায় আঁকা আছো তুমি,
সেই তুমি আজও আছো সেদিনের তুমি !!
হাজার লক্ষ্য দুরুত্বের পথ
সেকি কখনও এক পথে হবে !
তবে কি হবে !! পাঠকের কন্ঠে কন্ঠে থেক–
সময়ের তালে যে ছুটে চলে
কবিতা কী তোমার পড় হবে !
জানি সবে, থাক সব বাকি থাক !! বাকি থাক সবে।।
কখনও যদি মনে হয়
এই কবিতা আসরে এসো, এই বই মেলায় এসো
নিজেকে চিনে নিও, শুধু নিজেকে জেনে নিও।
তারিখ: ফেব্রুয়ারী ১৫, ২০১৩
রেটিং করুনঃ ,