এই ধূর্ত্য কে !
খুব ধূর্ত্য সে –
বন জংগলে থাকে,
দল পাকিয়ে বলে
আসো আমার দলে।
বাঘকে কে মানে রাজা !
সবাইকে দেয় সে সাজা.
কি গুন আছে তার
শুধু খায় মাংস হাঁড়।
কোন প্রাণী পড়েছে বাদ
নিয়েছে সকল মাংসের স্বাদ,
মাঝে মাঝে আমি
চলি আর থামি।
অতি ভয়ে ভয়ে
সন্ধ্যা রাত সময়ে,
মুরগী কিম্বা হাঁস
করি ওদের নাশ।
বলো তো অপরাধ কি এমন !
বাঘের মত হিংস্র নইতো তেমন,
আমাকে বনের রাজা মেনো
আমাকে তোদের রাজা জেনো।
রাখিব তোদের সুখে
আদর, যত্ন বুকে,
করো রাজা মান্য
আবেদন অতি সামান্য।
শিশুরা বলতো শেষে
একটু মিষ্টি হেসে,
এই ধূর্ত্য কে !
দেখতে কেমন সে !!
তারিখ : নভেম্বর ১২, ২০১৩
রেটিং করুনঃ ,