কলেজ পাশ মেয়েকে, বেশি নয় যতটুকু সকলে আশা করে,
মা রাজধানীতে পাঠিয়েছে, যেন উন্নত জীবনের ভিত্তি গড়ে।
নতুন স্বাধীনতায়, নতুন ধ্যান ধারণায়
মুক্ত আকাশে অনন্ত প্রকাশে সময় চলে যায়।
দোয়া করেন যখন মা, নামাজ শেষে ফজরে,
ভাবেন তিনি, মেয়ে পড়ছে বই মাধ্যমিকের উচ্চ-স্বরে।
মেয়ে তখন ঘুরছে লেকের ধারে ধারে, প্রাতের হাঁটাতে
নতুন ছেলে বন্ধুর হাত ধরে, মধু সময় কাটাতে।
নানান স্বপ্ন, নানান অনুভূতি, নব শিহরণে
মেয়ের যেন দুয়ার খুলেছে স্বাধীনতা আহরণে।
আজ অবাধ অধিকার, নেই মানা হারাবার
সেল ফোনে, নেটে, মেইলে, ফেসবুকে বারবার ।
ও গো মায়ের মেয়ে, হারিয়ে যেও না এই ঝুঁকির শহরে –
নানান কারিগর নিত্য এ শহরে নানান ফাঁদ গড়ে।
মনে হবে তোমার পায়ে নৃত্যের ঘুঘুর
জ্ঞানে ধ্যানে কেটে যাচ্ছে সন্ধ্যা রাত দুপুর।
পথ চলা যদি, অন্ধকারে পা রাখা
তখনও মায়ের মুখখানা যদি পূর্ণতে মাখা
আর কি হবে ফেরা ! সেই মায়ের কোলে !
যেখানে মা ও মায়ের, স্বপ্নরা দোলে।
দ্রষ্টব্য : ছবি থেকে থেকে সংগ্রিত।
তারিখ: নভেম্বর ১৪, ২০১৪
রেটিং করুনঃ ,
// ও গো মায়ের মেয়ে, হারিয়ে যেও না এই ঝুঁকির শহরে –
নানান কারিগর নিত্য এ শহরে নানান ফাঁদ গড়ে।//—-
এ শহরে আসলেই নিরাপত্তার অভাব।
স্রোতে গা ভাসিয়ে দেবার অভয়নগর!!
চমৎকার লিখেছেন রব্বানী ভাই!!
অনেক অনেক শুভেচ্ছা!!!
প্রথমেই আপনাকে পেয়ে লেখার প্রতি আরও আগ্রহ বেড়ে যাচ্ছে। উতসাহ থেকে লেখা বেড়িয়ে আসে লেখার হাতে।
অনেক অনেক ধন্যবাদ আপা।
মনে হবে তোমার পায়ে নৃত্যের ঘুঘুর
জ্ঞানে ধ্যানে কেটে যাচ্ছে সন্ধ্যা রাত দুপুর।….
খুব ভালো লাগলো
এমন মন্তব্যে লেখার হাত আর থামার কথা নয়। চলবে লেখা অবিরাম।
সুন্দর কবিতা।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রামাসিক ভাই।
// ও গো মায়ের মেয়ে, হারিয়ে যেও না এই ঝুঁকির শহরে –
নানান কারিগর নিত্য এ শহরে নানান ফাঁদ গড়ে।
মনে হবে তোমার পায়ে নৃত্যের ঘুঘুর
জ্ঞানে ধ্যানে কেটে যাচ্ছে সন্ধ্যা রাত দুপুর।//
ছন্দ ও কথা অসাধারণ। অভিভাবক ও সন্তান সবারই সচেতন হয়ে চলা উচিত।
সঠিক কথাই বলেছেন আপা, অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
// মেয়ে তখন ঘুরছে লেকের ধারে ধারে, প্রাতের হাঁটাতে
নতুন ছেলে বন্ধুর হাত ধরে, মধু সময় কাটাতে। //
কারেক্ট, এমন দৃশ্য আমি পথিক হয়ে চলার পথে অনেক দেখেছি। কোথাও লিখে যেতে পারি নি এ যেন আমারই মনের কথা হর হর করে লিখে দিলে ছন্দে, ছন্দে।
আসলেই বর্তমান প্রজন্মের কিশোর -কিশোরীরা যেন অন্য ভাবে চলছে।
পথিক কিন্তু তার কিশোর বয়সে একজন খাটি কিশোরের মতই ছিল, তার প্রমাণ, পথিক এখনো এক নাগারে পথে হেটে চলেছে।
ওরা সঠিক পথে চলুক আশা রেখে গেলাম।
পথিক কিন্তু তার কিশোর বয়সে একজন খাটি কিশোরের মতই ছিল, তার প্রমাণ, পথিক এখনো এক নাগারে পথে হেটে চলেছে।
একদম হক কথা বলেছেন।
আর কি হবে ফেরা ! সেই মায়ের কোলে !
যেখানে মা ও মায়ের, স্বপ্নরা দোলে। :nono1: