জগৎ এমনই; এখানে অকারণে নানান অনুভূতির জন্ম হয় কিছুদিন মনে খুব খুব তোলপাড় করে, ঢেউ তুলে আবার থেমে যায় হঠাৎ দেখার একজন মানুষ কোন কারণ ছাড়াই মনে দাপিয়ে বেড়ায় আবার জীবনের খুব পরিচিত মানুষটিকে নিয়ে মনে অনুভূতির সঞ্চার হয় না। অনেক সময় কারণ ছাড়া বিষয়গুলি মনে অনেক জায়গা দখল করে রাখে আবার ধীরে ধীরে মিশে যায় !
কেন যে অলকদের মনে বর্ণিলারা ভর করে জায়গা দখল করে! দাপিয়ে বেড়ায় তা এক গভীর রহস্য; এই রহস্যের ফাঁদ থেকে অনেক অলকরা বেড়িয়ে আসতে পারে না, আবার অনেক বর্ণিলারাও পারে না। যদি পারত তা হলে হয় তো পৃথিবীর মানুষগুলি একই রকমের হয়ে যেত !
হা .. হা..! অথচ সাহেদ ও সাহেদের যারা অনুসারি তাদের একটাই অনুভূতি – জাল জালিয়াতি করে, লুটপাট করে অর্থ বিত্ত আয়ের অনুভুতি সারাক্ষণ মনে। মরিবার পূর্বেও একই অনুভূতি, কামানা-বাসনা। এইজনই এই জগৎ বড় বৈচিত্রময়। সামান্য কয়েক অলক-বর্ণিলার মত প্রেমিক-প্রেমিকা এই পৃথিবীকে তাদের চিন্তা ধারার মত, তাদের মত নিস্বার্থ করে গড়ে তুলতে পারে নাই।
তারিখ: জুলাই ২৩, ২০২০
রেটিং করুনঃ ,