উপরে উঠার চেয়ে নিচে নামা বেশ কঠিন। যদিও এ কথাটির পক্ষে অনেক যুক্তি দাড় করানো যায়, তবুও এ কথাটি ঠিকে থাকার কথা নয়। আকাশ খোলা, মুক্ত বলে উপরে বেশ উঠা যায়, উঠাটা বেশ সহজ মনে হয় কিন্তু মাটি ভেদ করে নিচে নামাটা বেশ কঠিন। একজন পন্ডিত ব্যক্তি মূর্খ হয় কী ভাবে !! একজন দয়ালু মানুষ পষান্ড হয় কী ভাবে !! ধন দৌলতে একজন ধনী ব্যক্তি ছেঁড়া পোশাক পড়ে রাস্তায় হাঁটি কী ভাবে !! আসলই উপরে উঠার পরে নিচে নামাটা বেশ কঠিন।
মহা মানবরা অনেক উল্টা কথা বলে যথেষ্ট খ্যাতি পেয়েছেন, ব্যাংকিং নীতিকে উল্টিয়ে দিয়ে রবি ঠাকুর বলেছেন ” গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় ” আমি ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহন করলে ব্যাংক কেন ঋণী হবে !!
এ জগতে কে সুখ না চায় !! সুখের মহত্বকে খাটো করে রবি ঠাকুর গেয়েছেন – ” সুখের শিশির নিমেষে শুকায় , সুখ চেয়ে দুখ ভালো– । ” দুঃখ ভালো হলে আমি অন্ধত্বকে বরণ করে নিলাম না কেন !!
এ সব কথা বলে রবি ঠাকুরের তত্বকে, বাণীকে সমালোচনায় আনা আমাদের সাজে না।
উপরে উঠার চেয়ে নিচে নামা বেশ কঠিন – এ কথাটির পক্ষে যতই যুক্তি দাড় করি না কেন – অনেকের কাছে কথাটি উল্টা কথা মনে হওয়ার কথা, আমরা যারা নগন্য যতই তত্ব কথা বলি না কেন সব কথাই হাওয়ায় উড়ে যাওয়ার কথা যতক্ষণ না পর্যন্ত নিজের প্রতিষ্ঠা না আসবে। আর সবার মধ্যে যদি প্রতিষ্ঠা আসে তবে সাধারণ মানুষের তুলনায় প্রতিষ্ঠিত মানুষের সংখ্যা বেশি হওয়ার কথা।
আবারও মহা মানবের মহা মূল্যবান কথায় আসি – ” অতি বড় হয়ও না, ঝড়ে পড়ে যাবে ” ঝড়ে হিমালয় বা বড় বড় পর্বতগুলি কি পড়ে গেছে !!
মানবদের বাণী, অমূল্য বাণী আর আমাদের কথা, কথার কথা। অসাধারণ ও সাধারণ মানুষের মধ্যে অনেক বড় ফারাক, অনেক বড় পার্থক্য, যার ব্যবধান জয় করা আমাদের অনেকের পক্ষ্যে সাধ্যের বাইরে।
রেটিং করুনঃ ,