হাতে এসে খানিটা ছোঁয়া দিয়েও
অনেক কিছু চলে গেছে জীবন থেকে,
নিয়ম থাকে এমন নিয়তিতে।
কখনও বা যা হাতে এসেছিল
বেশি চলে গেছে তার অনেক বেশি,
পাথর অনুভবে কেটেছে সময়।
কেউ যেন কখনও সুখ দিয়েছিল খুব
অস্পষ্টতায় বাসা বেঁধে আছে মনে,
চেনা হয় না এখন তাকে।
বাসনা যদি না জন্মাত এ ধরায়
দুঃখও বুঝি পেত না ঠাঁই,
যাযাবর জীবন কতই না হতো প্রিয়।
অনেক ফুল পেয়েও রাখা হয় না স্ব-যতনে
সে সব ফুল কী মনে কষ্ট রাখে !
না হয় আমি হলাম তাদের দলে।
রেটিং করুনঃ ,