আমরা প্রায় বলি উদাসী মন ! মন যখন বিশেষ বন্ধন থেকে মুক্ত হয় স্বাধীন হয় তখনই মানুষের মন উদাসী হয়। পৃথিবীর এত সৌন্দর্য সম্ভার, সম্পদ যখন তাকে আর আকৃষ্ট করে না তখনই সে উদাসী হয়। এই উদাসী হওয়ার একটি বড় কারণ হলো, নিজের প্রিয় জীবন প্রিয় পৃথিবীকে তুচ্ছ রূপ মনে করে তার সমস্ত অর্জন যখন একজনকে বিশ্বাসের পাত্র মনে করে দান করে হঠাৎ সেখানে কোন কারণে বা কেউ ব্যত্যয় ঘটায় নিজের প্রিয় জীবন প্রিয় পৃথিবীকে তুচ্ছ হয়ে যায়, সকল মায়া বন্ধন থেকে মুক্ত হয়ে মনে আসে এক মুক্তির ডাক। মানুষের মনে কখনও মুক্তির ডাক আসলে তখন আর তাকে থামিয়ে রাখা যায় না, সে ছুটে বেড়াবে তার অন্তরের টানে, অন্তর যখন যেখানে তাকে ডাকে সে সেখানেই ছুটে যাবে তার তার উদাস মন নিয়ে তাই তাকে তখন উদাসী মনের মানুষ বলা হয়।
উদাসী মনের যারা তাদেরকে আমরা অকর্মণ্য বলে চিহ্নিত করে থাকি কিন্তু এটি বিবেচনা করি না যে তার একটি বিশাল ও উদার মন আছে ! খুব সহজেই নাানান সম্পদ বা অর্থ কড়ি হোক নিমিষেই তা পরিহার করে সে চলে মুক্ত হয়ে স্বাধীন হয়ে। এমন মুক্ত হয়ে স্বাধীন হয়ে চলার মত কত জন উদাসী মনের মানুষ আছে !
অনেকেই সম্পদ বা অর্থ কড়ি আর ভোগ বিলাসের মধ্যে থেকে নিজের শ্রেষ্টত্ব প্রমান করতে চায়, সম্পদ বা অর্থ কড়ি লোভ ভোগের বৃত্ত থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়ে থাকার মধ্যে যে শান্তি বা সুখ তা উপভোগের সৌভাগ্য কত জনেরই বা হয় !
তারিখ: সেপ্টম্বর ১৩, ২০১৮
রেটিং করুনঃ ,