হৃদয় নিসৃত করা অনুভূতির তুমি, ঐষর্যময়ি
হৃদয় আঙ্গিনায় আঁকা, হৃদয়ে বাঁধানো শ্রেষ্ঠ ছবি
যতবার, অজস্র শতবার হিসাব বিহিন দেখায়
শব্দে লাইনে দেখি গড়েছো বসতি আমার লেখায়।
দিনের নীল আকাশে, রত্ন খচিত তারার আকাশে
মিশে থাকো নিভৃতে উদার করা উজার প্রকাশে।
দিনের সাগরে নীল রঙে দেখি তুমি থাকো মিশে
রাতে সাগরের গম্ভীর শব্দে আনো উত্তাল বয়স ত্রিশে।
ঐষর্যময়ি, বৈচিত্র্যময়ি, রহস্যময়ি কত যে তোমার নাম!
সব যে আজ সত্য – হৃদয় বিকিয়ে দিয়েছি তোমার শ্রেষ্ট দাম।
চিরদিনের তুমি সত্য বাসনায় চির ক্ষণের হৃদয়ের যে কম্পন
রেখে যাব পৃথিবীর বুকে আমি, আমার যত করুণ প্রতিজ্ঞা পণ।
যে আকাশে মেঘেরা করে খেলা শরৎ বর্ষায় বা গ্রীষ্মে
সেই খানে দুই হৃদয়ের মেলায় উড়ব আমরা সবার শীর্ষে।।
তারিখঃ অক্টোবর ২৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,