কোন স্রোতে এসে এতো সাধ জাগে একটি পাখির পালক হতে
তার ডানায় ভর করে উড়ে উড়ে যত দূরে-
আছো তুমি। ইচ্ছা মত, ঝর্ণা ধারার মত, অবিরত।
শুধু তোমাকে দেখার। এ তৃষ্ণা কবেকার !
হয় তো একদিনে নয়, গোপন অনুভূতি বিনিময়-
ধীরে ধীরে বাসনা এসেছিল মনে তৃষ্ণা বাসা বেঁধেছিল,
সকল সজীবতা শুকায়ে গিয়ে, মাধুরী সব লুকায়ে গিয়ে
প্রশান্তি সব বিবর্ণ হয়ে, অন্ধকার আশা আশ্রয়ে –
তৃষ্ণার্থ, জন্মান্তরের তৃষ্ণার্থ, দহন জ্বালা যাতনা আর্ত
এক বিন্দু শান্তির আশায়, উড়তে চেয়েছি পালক হয়ে পাখির ডানায়।
যদি মিলে দেখা, একান্তে একা
সকল মাধুরী এসে সকল সজীবতা এসে
নিমিষে মিলে যাবে সেই সিন্ধু ধারায় শান্তি।
মুছে যাবে না-দেখার যত ক্লান্তি, যত ভ্রান্তি।।
তারিখঃ জুলাই ২৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,