জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীন সরকারের নেওয়া কথিত পদক্ষেপগুলো জাতিসংঘ গণহত্যা সনদের প্রতিটি ধারা লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আইন, গণহত্যা ও চীন বিষয়ক অর্ধশতাধিক বিশেষজ্ঞের তৈরি করা একটি নিরপেক্ষ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘নিউলাইনস ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি’ গত মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশ করেছে। উইঘুরদের বিরুদ্ধে অব্যাহতভাবে গণহত্যা চালিয়ে জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘন করায় চীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়দায়িত্ব নিতে হবে।
জিনজিয়াংয়ে চীনের গণহত্যা সংঘটিত করার অভিযোগ নিয়ে স্বাধীনভাবে কোনো বেসরকারি সংগঠনের আইনি বিচার–বিশ্লেষণের ঘটনা এটিই প্রথম। এ সংক্রান্ত প্রতিবেদনের একটি অনুলিপি সিএনএন দেখেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, জিনজিয়াংয়ের বিভিন্ন আটকশিবিরে ২০ লাখের মতো উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মানুষকে আটকে রেখেছে চীনের কর্তৃপক্ষ। এসব আটকশিবিরের সাবেক বন্দীরা অভিযোগ করেছেন, সেখানে কর্তৃপক্ষ নিজস্ব দীক্ষায় তাঁদের দীক্ষিত, যৌন নির্যাতন ও এমনকি জোরপূর্বক পুরুষত্বহীন করেছে।
সূত্র: প্রথম আলো
তারিখ: মার্চ ১১, ২০২১
রেটিং করুনঃ ,