দীর্ঘ এক মাস পবিত্র রমজান মাসের সিয়াম সাধানার পর পবিত্র ঈদুল ফিতর প্রায় আমাদের দুয়ারে, কয়েক ঘন্টা পরে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর অগণিত মানুষের দৃষ্টি আকাশে খুঁজেতে থাকবে এক ফালি বাঁকা চাঁদ। অবশেষে কাঙ্ক্ষিত সেই চাঁদের দেখা মিলেও যাবে।, যদিও ঈদের প্রস্তুতি শুরু হয়েছে বেশ জোড়ে সোড়ে ধনী গরীবের মাঝে সমান ভাবে । ইতিমধ্যে কিছু দেশে পবিত্র ঈদুল ফিতর শুরু হয়েছে সেই সাথে সারা দেশে তথা সারা বিশ্বে ঈদ উদ্যাপিত প্রায় দ্বর প্রান্তে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
এক ফালি বাঁকা চাঁদ আকাশে দৃশ্যমানের সাথে সাথে সকল মুসলিমের মনে ভাববে ঈদের আনন্দের জোয়ার। সরকারি ঘোষণার পাশাপাশি টিভি-বেতারে বাজতে শুরু করবে জাতীয় কবি কাজী নজরুলের কালজয়ী সেই বিখ্যাত গানের সুর ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ…’। পাড়া-মহল্লার মসজিদ থেকে ভেসে আসবে ঈদ মোবারক ধ্বনি।
ঈদের দিনটি ধনী-গরিব, আশরাফ-আতরাফ-নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, পরিচয় বহন করে ইসলাম সাম্যের এক বড় পরিচয়। প্রতি বাড়িতে বাড়িতে চলে নানান সু-স্বাদু খাবারের আয়োজন, নতুন পোষাকের সাজ, পাড়া মহল্লায় নানা উৎসব আয়োজন।
ঈদের আনন্দ সকলের জন্য হাসপাতাল, এতিমখানা ও বন্দীদের জন্য কারাগারগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা থাকবে। সরকারি শিশু সদন, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে কল্যাণকেন্দ্র ও দুস্থ কল্যাণকেন্দ্রেও থাকবে বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা।
এর মধ্যে অনেকে কর্ম স্থল ও শিক্ষা প্রাঙ্গণ থেকে শিকড়ের টানে নিজ নিজ গ্রামে ও শহরে পৌঁছাতে শুরু করেছেন অনেকে নিরাপদে পৌঁছিয়েও গিয়েছেন প্রিয় জনদের সাথে ঈদুল ফিতর পালন করার জন্যে।
আমি ও আপনি যেখানেই থাকি না কেন ঈদুল ফিতর সকলের জন্যে হোক খুশির ও আনন্দের। সবাইকে শুভেচ্ছা ও ঈদ মোবারক।
রেটিং করুনঃ ,