আকাশে অনেক উঁচুতে উড়ে চলা ঈগল দেখে মুগ্ধ হই, আকাশে উড়ে চলা ঈগলকে যখন দেখি তখন আকাশের খন্ড খন্ড মেঘের মাঝে বিশাল নীল আকাশের ঈগলকে দেখা হয় – সেই দেখাটা বড়ই মনোহর সৌন্দর্য খচিত। আকাশ দৃশ্যপট তার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়, যেন সৌন্দর্য ফুরাবার নয়, আর সহজে ফুরায়ও না।
পুরুষের চোখে নারীর সৌন্দর্য অনেকটা ঈগলের মত , সাজ-সজ্জার মাঝে থাকা, পুরুষের নাগালের বাইরে থাকা যে নারী সে তো আকাশের খন্ড খন্ড মেঘের মাঝে, বিশাল নীল আকাশের মাঝে, মেঘের নানান রঙের মাঝে, নানান আকারের মাঝে, সমুদ্রের নীল পানির উপরে ঈগলের মত নারী ! ঈগলের মত নারীর সৌন্দর্য।।
সেই ঈগলের মত যদি হঠাৎ করে সৌন্দর্যে ভরা কোন নারী এসে যদি পুরুষের হাতে ধরা দেয় কি না বিপদ তখন হতে পারে ! কোমলতার চেয়ে বরং নখের আচড়ও খাওয়ার দশা !
তখন শুধু একজন সৌন্দর্যে ভরা নারীকে দেখা হয়, সাথে থাকে না তখন আকাশের খন্ড খন্ড মেঘের মাঝে, বিশাল নীল আকাশের মাঝে, মেঘের নানান রঙের সৌন্দর্য।।
সৌন্দর্যে ভরা নারীকে বশ করাতেই পারলে তখন মর্ত্যের সকল সৌন্দর্য ভর করে নারীর মাঝে তাও আবার সেটি জুটে পষান্ড পুরুষের হাতে – যে বুঝে না সৌন্দর্যে কি বিষয় !!
যার সৌন্দর্য বুঝার কথা যে থাকে সৌন্দর্যে ভরা নারী থেকে বহু দূরে।। তাই সে মুগ্ধ হয় আকাশে উড়ে চলা ঈগল দেখে ।।
রেটিং করুনঃ ,