জীবনের অনুভূতি গুলি একটি বৃত্তের মত- দুঃখের পরে সুখ, বেদনার পরে আনন্দ, সংঘাতের পরে শান্তি এগুলি একটি চক্রের মধ্যে বা বৃত্তের মধ্যে বন্দী থেকে বারবার ঘোরপাক খায়, ফিরে ফিরে আসে- তবে এগুলি দার্শনিক, কবি, সাহিত্যেকের কথা।
এখন দেখছি আমাদের রাজধানীর অনেক ইতিহাসের স্বাক্ষীর ইন্টারকন্টিনেন্টাল হোটলটিও একটি বৃত্তের মধ্যে বন্দী থেকে তার খোসল পাল্টিয়ে আবার আসল রূপে ফিরে আসছে।
ইন্টারকন্টিনেন্টাল থেকে ঢাকা শেরাটন, ঢাকা শেরাটন থেকে রূপসী বাংলা, রূপসী বাংলা থেকে আবারও ইন্টারকন্টিনেন্টাল হোটেল।
কিন্তু আমি ভাবছি আমার জীবন চক্রটা যদি শিশুকাল থেকে কিশোরকাল আবার কিশোরকাল পেরিয়ে তরুণ, তরুণ পেরিয়ে পৌঢ়কাল আর অবশেষে বৃদ্ধ জীবনকাল পেরিয়ে যদি ইন্টারকন্টিনেন্টালের মত যদি শিশুকালে ফিরে আসতে পারতাম !!
ছবিঃ নেট থেকে সংগ্রহিত।
তারিখ: ডিসেম্বর ১৪, ২০১৮
রেটিং করুনঃ ,