মনের প্রফুল্লতা ছাড়া শরীরে প্রফুল্লতা আসে না, কর্ম-ক্ষেত্রে প্রফুল্লতা চাইলে প্রয়োজন মনের প্রফুল্লতা। প্রফুল্লতা ছাড়া কর্ম-ক্ষেত্রে সাফল্য আসে না।
মনকে মরিচায় মাখানো যায় আবার ঝকঝকে করা যায় মন ঝকঝক ছাড়া কর্ম-ক্ষেত্র কখনও ঝকঝকে হয়ে উঠে না।
কী কারণে মনের মধ্যে অহেতুক ভয় ভীতি মনের কোণে তা জানা থাকলেও সহ কর্মীদের মত কোন ভাবেই নিজেকে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। যেন পা রেখেছি থেমে যাওয়ার রাস্তায় অথচ সামনে দাঁড়িয়ে আছে অনেক অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, অভিভাবকত্বের দায়!
সাহস ও দায়িত্ব ঘাড়ে তুলে না রাখার অর্থ নিজেকে একজন পিছন দিকে যাওয়ার গাড়ির যাত্রী করে নেওয়া। নানান ভুলের এটাই যেন প্রাপ্তি তবে এগিয়ে যেতেই হবে তীব্র বেগে নতুন কৌশলে, বেঁচে থাকার মত করে, বাঁচার মত বাঁচার জন্য।
মনে দৃঢতা আসবে আসার চেষ্টা ধরে আর যা বারবার আসে। স্মৃতি শক্তি অর্থ গণিত আর বাগ্নিতা অর্থ সাহস এই দুইয়ের মিশ্রণে তৈরী হোক এগিয়ে যাওয়ার পথ।
থেমে যাওয়া একটি সাময়িক পথ, চলমান আর দ্রুত চলার পথটাই স্থায়ি আর শক্তিশালী, স্থায়ি পথটা হোক লক্ষ্য আর বাস্তবায়ন।
এগিয়ে যাওয়া আর নিজের অর্থ পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন সকল ক্ষেত্রে দক্ষতার ছাপ নিজের মূল্য তৈরী করা আজ আজই তা শুরু করা তবে আগামীকাল।
তারিখঃ মে ০৯, ২০২১
রেটিং করুনঃ ,