কর্মের শীর্ষে থেকে একেবারে নিন্ম স্তরে পৌঁছিয়ে যাওয়া বা তলানিতে চলে আসার মত দুঃখ জনক আরও কিছু আছে বলে মনে হয় না। অনেকটা তেমন অবস্থানে, মনের মধ্যে নিন্ম অবস্থান থেকে উন্নত করার প্রবল চেষ্টা থাকলেও সূচি পত্র তৈরীর অভাবে উন্নতির লক্ষণ নেই।
কর্ম ক্ষেত্রে নিন্ম স্তরে পৌঁছিয়ে যাওয়ার বড় কারণ হচ্ছে কর্মের প্রতি অনিহা, দায়িত্ব এড়িয়ে চলা, কর্ম থেকে কোন সন্তষ্টি না পাওয়া, প্রতিযোগিতা থেকে নিজেকে দূরে রাখা আর পরাজয়ের ভয়।
স্মৃতি শক্তি তেমন কাজ করছে না বলেই ধারণা, ভুলে যাওয়ার প্রবণতা বেশ সজাগ হচ্ছে। মনের কোণে আনন্দের কোন দোল নেই, ভবিষতের কোন পরিকল্পনা নেই, নেই দলগত ভাবে চলার মানসিকতা। নিজেকে নিয়ে গর্ব করার মত কোন গুণ বা আকর্ষণ ক্ষমতা। অথচ বছর খানিক আগে এমন মনোভাব লক্ষ করি নাই। হঠাৎ করে বিগত এক মাস (এপ্রিলের প্রথম থেকে) মনের মধ্যে নানান অনিশ্চয়তা ভয়-ভীতি, মানসিক দূর্বলতা কাজ করছে। না মানিয়ে চলতে পারছি ঘরে না কর্ম-ক্ষেত্রে!
বড় কারণটা কী এই মহামারীকাল !!
খুব সু-ষ্পষ্ট যে ক্রমেই নিন্ম হচ্ছি আর হতেই থাকব যদি মন মানসিকতার পরিবর্তন না করি!
তারিখ: এপ্রিল ৩০, ২০২১
রেটিং করুনঃ ,