একটানা তাপদাহের মধ্যে রমজান মাস, বৃষ্টিহিন দিন, করোনার প্রকোপ নানান দুঃচিন্তা। পরিচিত জনের মৃত্যু, জীবন সংকটে অনেকে হাসপাতালে সব মিলিয়ে জীবনকে বড় বিষন্ন করে তুলেছে।
কিছুতেই নিজেকে কর্ম-চাঞ্চল্য ও প্রফুল্লতার মধ্য দিয়ে অতিক্রম করানো যাচ্ছে না। অনেকের মাঝে প্রাণ থাকলেও নিজে কেন যেন প্রাণহীন হয়ে পরেছি বেশ প্রকট ভাবে। উত্তরণের অনেক চেষ্টা থাকা সত্বেও কোন উন্নতির দেখা নেই, যদিও সময় এখন প্রতিযোগি হয়ে লড়াই করে বেঁচে থাকার। কোন শিথীলতা দেখালেই পতন।
সব ভয় ভীতি ঝেড়ে ফেলে উন্নত শীরে চলা ছাড়া আর কোন বিকল্প নেই। এই মহামারিকালে কৌশলে জীবনকে চালিত না করার অর্থ নিজকে ডুবিয়ে দেওয়া, এখন সময় সতর্ক ও কৌশলী হয়ে নিজেকে সঠিক পথে এগিয়ে নেওয়া। ডুবন্ত অবস্থা থেকে নিজেকে উদ্ধার করে সঠিক স্থানে জায়গা করে নেওয়া যেখান থেকে চালিত করা যায় নিজের কাঙ্খিত পথে।
দূর্বল চিত্ত, ধীর গতি, অলসতা, পিছিয়ে থাকর প্রবণতা এগুলিকে উল্টিয়ে দিলে জীবন যে বেগবান বা দ্রুত গতির হয় তা জানা থাকলেও সঠিক পদক্ষেপে পা ফেলা হয় নাই। তবে জীবনকে পাল্টাতে হবে উন্নতির পথে নিজেকে পরিচালিত করতে হবে এটাই এখনবার সময়ে মূল কথা। সময়ের অপচয় আর কোন ভাবেই নয় বিশেষ করে জ্ঞানের পথকে ধারালো করতে।
তারিখঃ এপ্রিল ২৭, ২০২১
রেটিং করুনঃ ,