দেশ জুড়ে লকডাউন, করোনা বৃদ্ধি অব্যাহত সেই সাথে মৃত্যুও, শিল্প-কলকারখানা খোলা থাকার কারণে নিয়মিত অফিস চালিয়ে যেতে হচ্ছে। দ্বিতীয় রোজা শেষ করে আজ তৃতীয় রোজা।
অফিস সময় সূচিতে পরিবর্তন সেই সাথে খাদ্য খাবারের সূচিতেও। শরীরে মনে কিছুটা প্রভাব আছে তা বরং অস্বস্থিকর; বিশেষ করে মনের কোণে নাড়া দিয়ে যাচ্ছে প্রতিক্ষণেই করোনা ভীতি সেই সাথে বরোনা সংক্রান্ত খবরগুলি। কিছুদিন আগে শরীরে শক্তি পাওয়া গেলেও এখন এই সময়টিতে নিজেকে বড় চিন্তিত, দূর্বল ও অসহায় লাগে। সেই সাথে চলছে টানা বৃষ্টিহীন তাপদাহের দিন; বৈশাখের তিন দিন হলেও নেই কোন বৃষ্টি, বৈশাখী ঝড়, নেই কোন শীতলাতার পরশ।
মনবল দৃঢ় রাখার যে পরিকল্পনা সেখানে ভাটা পড়ছে, কাজের ইস্পৃহাও নিন্ম-গতি যেখানে গতি বৃদ্ধি করার কথা। মানুষের সাথে যোগাযোগে আরও শিতীলতা।
অর্থনৈতিক একটি সমৃদ্ধি বাড়ানোর একটি বড় সুযোগ নিজেকে অগ্রগামি করে সেই সাথে সঞ্চয় বাড়িয়ে তবে মনে হয় পরিকল্পনার জায়গায় পরিকল্পনাই থেকে যাবে, এগিয়ে নেওয়া যাবে না নিজেকে।
তারিখ: এপ্রিল ১৬, ২০২১
রেটিং করুনঃ ,