উত্তেজনার মধ্যেই গত সোমবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর এই দুই অঞ্চলের নেতারা ‘সশস্ত্র বাহিনী ও ইউক্রেনের আগ্রাসন মোকাবিলায় রাশিয়ার সাহায্য চেয়েছেন’ বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর বিবিসির।
পেসকভ বলেন, এই আগ্রাসন মোকাবিলায় রুশ সেনাদের দোনেৎস্ক ও লুহানস্কে প্রবেশে আহ্বান জানিয়েছেন এই দুই দেশের নেতারা।
রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই দু্ই দেশের নেতারা লিখিতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চেয়েছেন।
রুশ বার্তা সংস্থা তাসকে পেসকভ বলেন, দোনেৎস্ক ও লুহানস্কের নেতারা এই বিষয়টিতে জোর দিয়েছেন। সেখানকার পরিস্থিতির অবনতি হচ্ছে। ইউক্রেনের হুমকির কারণে সাধারণ মানুষদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। রাশিয়ায় তাদের সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে।
রাশিয়া স্বীকৃতি পাওয়া ওই দুই দেশের নেতাদের বরাত দিয়ে পেসকভ বলেন, সেখানে যে সংকটের সৃষ্টি হয়েছে তা বল প্রয়োগ করে সমাধানে প্রস্তুত ইউক্রেন সরকার।
বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়া ওই অঞ্চলে যেসব সামরিক পদক্ষেপ নিচ্ছে তা বৈধতা দেওয়ার জন্য এসব ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার এসব দাবি আসলে মিথ্যা। ইউক্রেনে হামলা চালানোর জন্য একটি পরিস্থিতি সৃষ্টি করতে উসকানি দিচ্ছে রাশিয়া।
সূত্র: প্রথম আলো।
তারিখ: ফেব্রুয়ারী ২৪, ২০২২
রেটিং করুনঃ ,