রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী জার্মানি। এ ছাড়া দেশটির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। ইউক্রেন ইস্যুতে আজ মঙ্গলবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। খবর বিবিসির
আজ মঙ্গলবার রাশিয়ার মস্কোয় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের আগে গতকাল সোমবার ইউক্রেন গিয়েছিলেন ওলাফ শলৎজ। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি।
এদিকে আজ ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকের পর পুতিন বলেন, নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে তারা যেসব দাবি জানিয়েছে, ন্যাটো এখনো সেসব পূরণ করেনি। এ কারণে অন্য দেশগুলোর সঙ্গে তাঁর দেশের নিরাপত্তার সম্পর্ক জোরদার করা সম্ভব হচ্ছে মন্তব্য করেন তিনি।
পুতিন এ–ও বলেছেন, ইউরোপের নিরাপত্তা ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে তিনি আলোচনায় বসতে প্রস্তুত।
এদিকে ইউক্রেন ইস্যুতে উত্তেজনা শুরুর পর থেকে আলোচনায় রয়েছে জার্মানি পর্যন্ত স্থাপিত রাশিয়ার নর্ড স্ট্রিম–২ গ্যাসলাইন। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল, এ গ্যাসলাইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। এ নিয়েও কথা বলেছেন পুতিন। তিনি বলেন, এটি সম্পূর্ণ বাণিজ্যিক প্রকল্প।
এদিকে পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেন ইস্যুতে আলোচনা শুরুর ওপর জোর দিয়েছেন ওলাফ। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের দেশগুলোর জোট ন্যাটোর বিস্তারসহ বিভিন্ন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে দূরত্ব অনেক বেশি।
ওলাফ বলেন, ‘মৌলিক বিষয়গুলোয় ছাড় না দিয়ে রাজনৈতিক সমঝোতার জায়গায় আসতে একটি পথ খোঁজা আমাদের দায়িত্ব। এ পথ বের করাই রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব।’
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২২
রেটিং করুনঃ ,