ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর দখলে নিল রাশিয়া
রাশিয়ায় ভুয়া সংবাদ ছড়ালে ১৫ বছরের কারাদণ্ড
ইউক্রেনে রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহতের দাবি
ইউক্রেনের উত্তরাঞ্চলের স্লাভুতিচ শহর দখলে নিয়েছেন রুশ সেনারা। শহরটিতে নিষ্ক্রিয় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা বসবাস করেন। স্থানীয় সময় আজ শনিবার বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র পাভলিয়াক।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্লাভুতিচ শহরের দখল হারানোর কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত জানাননি গভর্নর পাভলিয়াক। এ নিয়ে তাত্ক্ষণিকভাবে মস্কোর পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।
বিবিসির খবরে বলা হয়, ১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটনা ঘটে। এটি চেরনোবিলের বিপর্যয় হিসেবে পরিচিত। এই কেন্দ্রের সরিয়ে নেওয়া কর্মীদের জন্য স্লাভুতিচ শহরটি গড়ে তোলা হয়।
স্লাভুতিচ রাশিয়ার দখলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ইউক্রেনের পতাকা হাতে প্রতিবাদ করেন বলে টেলিগ্রামে জানান গভর্নর ওলেক্সান্দ্র পাভলিয়াক। ফাঁকা গুলি চালিয়ে ও শব্দবোমা ছুড়ে রুশ সেনারা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।
এদিকে এক অনলাইন পোস্টে স্লাভুতিচের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে শহর কর্তৃপক্ষ। ওই পোস্টে বলা হয়, ‘অস্ত্রের খোঁজে দখলদারদের (রুশ সেনাবাহিনী) যানগুলো শহরে টহল দিচ্ছে। অনুগ্রহ করে তাদের উসকানি দিয়েন না। নিজেদের বিপদে ফেলবেন না।’
স্লাভুতিচ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন কেন্দ্রে পরিণত হয়েছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ। শনিবারের প্রতিবাদের দিকে ইঙ্গিত করে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, শহরটির বাসিন্দারা দখলদারদের বীরত্বের সঙ্গে প্রতিরোধ করছে।
এর আগে গতকাল ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রুশ সেনারা স্লাভুতিচের কাছাকাছি পৌঁছেছেন। যুদ্ধ শুরুর আগে সেখানে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস ছিল।
ইউক্রেনে রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহতের দাবি
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে খেরসন শহরের কাছে রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহত ওই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজান্তসেভ। তিনি রাশিয়ার ৪৯তম সমন্বিত সেনাবাহিনীর কমান্ডার ছিলেন।
ইয়াকভ রেজান্তসেভকে নিয়ে ইউক্রেন যুদ্ধে মোট সাতজন রুশ জেনারেল নিহত হলেন বলে জানিয়েছেন পশ্চিমা এক কর্মকর্তা। একই সঙ্গে ইউক্রেনে নিহত হওয়া দ্বিতীয় রুশ লেফটেন্যান্ট জেনারেল তিনি। রাশিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ পদ এটি। তবে মস্কোর পক্ষ থেকে মাত্র একজন জেনারেলের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেনের একটি গণমাধ্যম গতকাল শুক্রবারই ইয়াকভ রেজান্তসেভের মৃত্যুর খবর সামনে আনে। তাদের খবরে বলা হয়, খেরসনের কাছে চোরনোবাইভকা বিমানঘাঁটিতে এক হামলায় নিহত হন এই সেনা কর্মকর্তা। ঘাঁটিটি সেনাবাহিনীর কমান্ড পোস্ট হিসেবে ব্যবহার করছে রাশিয়া। সেখানে রুশ সেনাদের ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছেন ইউক্রেনের সেনারা।
ইউক্রেনে রাশিয়ার দখল করা প্রথম শহর খেরসন। এর আগে চোরনোবাইভকা বিমানঘাঁটিতেই লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ নামের রাশিয়ার আরেক সেনা কর্মকর্তা নিহত হন।
এদিকে গতকাল রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনে চলমান যুদ্ধে ১ হাজার ৩৫১ রুশ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ৮২৫ জন।
রাশিয়ায় ভুয়া সংবাদ ছড়ালে ১৫ বছরের কারাদণ্ড
বিভিন্ন দেশে নিয়োজিত থাকা দূতাবাসকর্মীদের বিষয়ে ভুয়া সংবাদ পরিবেশন করলে কঠোর শাস্তির আইন প্রণয়ন করেছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইনটি অনুমোদন করেন। আইন অনুযায়ী ভুয়া সংবাদ পরিবেশন করলে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনে অভিযান চালানোর পর সেখানে যুদ্ধরত সেনাবাহিনীকে নিয়ে কেউ অসত্য সত্য ছড়ালে একটি আইন করা হয়েছিল। নতুন আইনটির সঙ্গে ওই আইনের বেশ কিছু মিল রয়েছে।
এ বিষয়ে রুশ পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সাংসদ বলেছেন, বিভিন্ন দেশে থাকা রুশ দূতাবাস ও সংস্থা নিয়ে ভুয়া তথ্য পরিবেশন ঠেকাতে আইনসভার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
বিজ্ঞাপন
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডার সের্গেই রুস্কয় বুদানভ বলেছেন, ইউক্রেনে চলমান অভিযানের প্রথম ধাপ শেষ করেছে রুশ সশস্ত্র বাহিনী। তাঁর দাবি, এক মাসের লড়াইয়ে কিয়েভের যুদ্ধ-সক্ষমতা অনেকখানি কমে গেছে।
সূত্র: প্রথম আলো।
তারিখ: মার্চ ২৬, ২০২২
রেটিং করুনঃ ,