আজ আষাঢ় হয়ে থাকি
মনে আজ আাষাঢ় এসেছে-
বুঝি নাই কখন !
চেয়ে দেখি-
আকাশে কালো মেঘ
থম থম চারি দিক
মাঝে ছুটেছে মৃদু বাতাস
আাষাঢ়কে বলি কখন এলে মনে !
কি বন্ধনে, আপন মনে
মানের মাঝে কী কথা তোমার !
কী কথা বলার তরে-
আমার মনের মাঝে;
এলে, দাঁড়ালে, আমাকে জানায়ে দিলে
আমারি মনের সকল কথা
সকল বেদনার গাঢ় আকূলতা।
প্রিয় মোর আষাঢ়,
তোমাকে বলি-
ঘন কালো আঁধার
তোমার থম থমে রূপ,
তবুও এখন তুচ্ছ
আলো, ঝলমলে আশা
কিম্বা প্রাণ-চান্চল্য স্বপ্ন সব।
তোমার মাঝে মিশেছি
ঘন কালো মেঘে
বেদনা, দুঃখ মিশায়ে
হয়তো ঝরতে পরি ঝিরি ঝিরি বৃষ্টিতে
প্রকাশ হয়ে পারি মুক্ত আকাশে।
তবুও চাই খানিকটা আষাঢ় হয়ে থাকি
সুখ, আনন্দ থেকে বহু দূরে-
বহু দূরে।
বেদনার ছায়া মিশিয়ে
আশা, স্বপ্নকে কালো মেঘে ভাসিয়ে
শুধু আজ আষাঢ় হয়ে থাকি।।
তারিখ: জুন ২০, ২০১৪
রেটিং করুনঃ ,