আশ্বিনের আজ এই দিনটিতে –
ঝিরি ঝিরি বৃষ্টিতে,
আকাশ মেঘে ঢাকা-
শিল্পীর তুলিতে যেন শ্রাবণের ছবি আঁকা।
চেয়ে আছি আকাশ পানে, সব কাজ ফেলে,
মেঘ যদি অনুমতি আনে, যদি আভাস মেলে।
একটি চিঠি তোমাকে লিখব বলে-
যে কথা জমা গভীর অন্তর তলে
বহুদিন,বহুদিন-
ভালোবাসার ঋণ।
যা–, হয় নি শোধ,
নিঃরবে মিশেছে,নিঃরব প্রতিশোধ !
অনুভূতি আর স্মৃতির শব্দ-অক্ষরে
কাব্য-কথা সাজানো থরে থরে,
সুখ-আনান্দ, দুঃখ ব্যাথ্যায়
সব লিখা চিঠির পাতায় পাতায়,
তোমাকে পাঠাব বলে-
মেঘের পালে, মেঘের দলবলে
দিয়েছি নিমন্ত্রন
ভিজেছে আজ মন,জীবনের শ্রেষ্ঠ ক্ষণ।
অতীত দিনের মত
শুধু অবিরত-
দেখা আর শুধু দেখার নেশায়
অনুভবের ছোঁয়ায় ছোঁয়ায়
যে ভাবে কেটেছিল দিনগুলি
এসেছে বুঝি আজ মেঘের পাল তুলি।
হায়-
ঝিরি ঝিরি বৃষ্টি ধারায়,
কত কথা মনে ভেসে যায়
সময় বড় অসময়, সবই অসীম সীমানায়।
কত বড় ব্যবধান!
যদি আজ আশ্বিনের বৃষ্টি মালা
ভেংগে দিত
সমাজ সংসারের, নিয়ম অভিধান।।
চিঠিটি পৌঁছিয়ে যেত আজকের অনুভূতি সাথে
তোমার হাতে-
কোন সন্ধ্যায়,দুপুরে
তোমার সুখ অন্তর পুরে-
নিবিড় ঘন রাতে
কিম্বা তোমার কোন শুভ-প্রভাতে।
( ভোর বেলা থেকে আজ আশ্বিনের এই দিনটিকে শ্রাবণের দিনের মতই মনে হলো।)
তারিখঃ ২০ সেপ্টেম্বর ২০১৪
রেটিং করুনঃ ,