একটি জীবনে নানান আশার প্রদ্বীপ থাকে, কখনও কারণ ছাড়াই আশার প্রদ্বীপগুলি ক্রমাগত ভাবে জ্বলতে থাকে আবার কারণ ছাড়াই আশার প্রদ্বীপগুলি ক্রমাগত ভাবে নীভতে থাকে, এটি চলমান জীবনের প্রক্রিয়া। জীবনে একের পর এক আশার প্রদ্বীপগুলি যখন জ্বলতে থাকে তখন প্রজ্বলিতমান আশার প্রদ্বীপগুলিকে মেনে নিতে কারওই তেমন কোন অসুবিধা হয় না, কষ্টের হয় না।
দুঃখের দানাগুলি প্রকট আকার ধারণ করে যখন জীবনে একের পর এক আশার প্রদ্বীপগুলি নীভে যেতে শুরু করে। মানুষের হাতে কিছু সুযোগ থাকে আশার প্রদ্বীপ জ্বালানোর ও নীভানোর বাকি কার্যক্রম মানুষের হাতের বা সাধ্যের বাইরে যা নিয়ন্ত্রিত হয় অদৃষ্টের লিখন থেকে।
যে কোন অবস্থান থেকে আশার প্রদ্বীপগুলি যতটুকু পারা যায় জ্বালিয়ে রাখা এমন কি নীভে যাওয়ার উপক্রম হলেও জ্বালিয়ে রাখার চেষ্টা করা – এটুকুই মানুষের আওতার মধ্যে। সঠিক ও সুচিন্তিত চেতনাবোধ থেকে ক্রমিগত ভাবে আশার প্রদ্বীপগুলি জ্বালিয়ে রাখা যায়। সুস্থ্য ও কর্মময় জীবনে যদি কখনও হতাশা বোধের জন্ম হয় আর তা প্রকট রূপ ধারণ করে জীবনকে আছন্ন করে ফেলে তখন বেশি কের আশার প্রদ্বীপগুলি নীভে যেতে থাকে। অধিক প্রত্যাশা থেকে আশাগুলি হাত থেকে ছিটকে পড়ে তখনও আশার প্রদ্বীপগুলি নীভে যেতে থাকে।
অনেক ক্ষেত্রে আশার প্রদ্বীপগুলি ক্রমাগত ভাবে জ্বালিয়ে রাখার চাবি আমাদের হাতে থাকে যা কঠিন প্রত্যয়, পরিশ্রম দিয়ে অর্জন করতে হয়। প্রাণে উচ্ছ্বাস, মুখে বিজয়ের হাসি, শান্তিময় আনন্দ ঘন সময়ের সৃষ্টি, সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত রাখা, জ্ঞানার্জনের পথ ধরে এগিয়ে চলার মধ্য দিয়ে আশার প্রদ্বীপগুলি ক্রমাগত ভাবে জ্বালিয়ে রাখা যায়।
জীবনের চলার পথে নানান বাঁধা হতাশা, অপ্রত্যাশিত ঘটনা ও দুঃখবোধ ক্রমাগত ভাবে আসতেই থাকবে এইগুলিকে পরাজিত করার মধ্যে আশার প্রদ্বীপগুলি জ্বলবে, জীবন এগিয়ে যাবে প্রত্যাশিত ভাবে বরং প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেশি করে। জীবনকে উজ্বল করার ক্ষেত্রে জীবনের পথে থেমে থাকার কোন অবকাশ নেই, জীবন শুধু ক্রমাগত ভাবে চলার কল্যাণ মুখি, সঠিক ও সত্যের পথ ধরে।
কল্যাণ মুখি, সঠিক ও সত্যের পথের সন্ধান অনেকের পাওয়া হয় না বলেই সামান্য কারণে মানুষ তার চলার পথে হোচট খায়, থেমে যায়। এখান থেকে শুরু হয় মানুষের জীবনে একের পর এক আশার প্রদ্বীপগুলি নীভে যাওয়া প্রক্রিয়া।
জীবন খুব সংক্ষিপ্ত তাই এই স্বল্প সময়ের জীবনে কি ভাবে জীবনকে উন্নত করা যায় সঠিক পথ নিরুপণ করা যায় তা অন্য কেউ প্রতক্ষ্য ভাবে শিখিয়ে দিবে না, সঠিক পথ নিরুপণের দায়িত্ব নিজের কাছে, নিজেকেই শুরু করতে হয়, একের পর এক আশার প্রদ্বীপগুলি জ্বালানোর দায়িত্বটাও নিজে কাছে।
তারিখঃ নভেম্বর ২৩, ২০১৯
রেটিং করুনঃ ,