ধরো তুমি একটি আলোকিত ভবিষৎ চাও, প্রয়োজন বর্তমানকে আলোকিত করা, বর্তমানের ঠিক এই মুহুর্ত্বটি যদি আলোকিত না হয় অন্ধকারে বা আবছা আলোতে পথ চলতে তো অসুবিধা হবেই, সঠিক ভাবে পথ ঘাট কিছুই দেখা যাবে না, সময় মত গন্তব্যে পৌঁছানোও যাবে না। অন্ধকারে বা আবছা আলোতে যে পথ চলা তা তো অন্ধকার ভবিষৎ গড়ে দেয় সেই সাথে বর্তমানের ঠিক এই মুহুর্ত্বটি অতিক্রম করার সাথে অতীতেও লেখা থাকে অন্ধকার জীবন কাহিনী।
মানুষের মনে ফুরিয়ে যাওয়ার বড় ভয়, অনেকে ভাবেন এখন যদি আলোকিত বর্তমান গড়ে তুলি তা বুমেরাং হয়ে যদি অন্ধকার ভবিষৎ রচিত হয় !
বর্তমানের ঠিক এই মুহুর্ত্বটাই সবচেয়ে ষ্পষ্ট, একজন শিক্ষক, পথ প্রদর্শক, নিজের বিচারক। ষ্পষ্ট করে যা নিরীক্ষা করা যায়! যে জ্ঞানার্জন করা যায় ! সঠিক পথে সৎ সাহস নিয়ে এগিয়ে যাওয়া যায় নিজেকে শুদ্ধ করা যায় তা বর্তমানের ঠিক এই মুহুর্ত্বটি অতিক্রম করার সাথে তা হয়ে যায় অতীত আর সামনে থাকে কল্পনায় দেখা ভবিষৎ। যে ভবিষৎকে সবার পক্ষ্যে সঠিক ভাবে দেখা হয় না, সবার পক্ষ্যে ভবিষৎ দেখা সম্ভব হয় না।
একটি বিশেষ মুহুর্ত অতিক্রম পরে যা অতীত হলো তা ভালো বা মন্দ অতীত, এই অতীতকে অভিজ্ঞতা নিয়ে ভবিষৎকে গড়ার পরিকল্পনা থাকে কিন্তু ভবিষৎকে গড়ার পরিকল্পনায় যদি বর্তমানের ঠিক এই মুহুর্ত্বটাই সবচেয়ে ষ্পষ্ট, একজন শিক্ষক, পথ প্রদর্শক, নিজের বিচারক হিসাবে দাঁড় করানো না যায় তবে আবারও অন্ধকারে বা আবছা আলোতে পথ চলে ভবিষৎকে অন্ধকার করে দেওয়া।
তারিখ: জুন ২৮, ২০১৮
রেটিং করুনঃ ,