আলেক কথা- এগারো।
আলেক এবার ভয় আর হতাশাকে নির্মূল করার জন্য কতকগুলি উপকরণ সংগ্রহ করে সেগুলি বাস্তবায়নে লেগে পড়েছে। প্রেরণা মূলক, জীবনকে সফল করার নানান পথ ও পদ্ধতি মেনে চলার জন্য নানান প্রস্তুতি এখন হাতে। বৈচিত্রতাকে প্রধান্য দেওয়া এক ঘুমিয়াতাকে ছাঁটিয়ে বিদায় দেওয়া। আলেক ভালো করে জানে ” Variety is the spices of Life” তাই সে জীবনে বৈচিত্রতার মসল্লার যোগান দিতে বেশি মনযোগী। ভ্রমণের একটি পর্ব সম্পূর্ণ করার পরে বৈচিত্রতার যোগান আসতে শুরু করেছে যখন বৈচিত্রতার চাহিদা বেড়েছে আরো বাড়বে। বিনেদন জগতের দিকে কিছু সময় দেওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম বা জ্ঞান আহরণের কোন ঘাটতি নেই, সেই সাথে তথ্য সংগ্রহে। নানান গানের স্বাদ গ্রহনের মধ্য দিয়ে জীবনকে বৈচিত্রতার মসল্লার যোগান দেওয়া।
কেই যদি গানের আর অভিনয়ের তথা শিল্প কর্মের মধ্য দিয়ে জীবনকে সার্তক করতে পারে তবে আলেক কেন পিছিয়ে থাকবে।
কবির কথার মত “I wondered lonely as a Cloud” মুক্ত আকাশে একখন্ড শরতের মেঘ হয়ে বিশাল আকাশে একাতিত্বের স্বাদ গ্রহন করতে চায় না।
আলেক এখন আত্ম-বিশ্বাসি যে বৈচিত্রতার মসল্লা নিয়ে সে এগিয়ে যাবে সাফল্যের পথে বিদায় করতে ভয় আর হতাশাকে যখানে শক্ত ভিত্তি জ্ঞানার্জন ক্রমাগত ভাবে বিরতীহীন ভাবে।
তারিখ: আগষ্ট ২২, ২০২২
রেটিং করুনঃ ,