আলেক কথা-১৩ (তেরো)
আলেক কিছু পড়ায় মন দিয়েছে যা প্রযুক্তির বদৌলতে আর এখন তার মনে হচ্ছে মস্তিষ্কের সংঙ্কার প্রয়োজন অথবা নিজেকে অচল করে দেওয়া।
মস্তিষ্কের জমিতে অনেক তথ্যে ভরপুর কিছু প্রয়োজনীয়, কিছু অপ্রয়োজনীয় আর কিছু ক্ষতিকর; মস্তিষ্কের দক্ষতা বৃদ্ধিতে বড় প্রয়োজন ক্ষতিকর সব তথ্য বিলুপ্ত করে দেওয়া, অপ্রয়োজনীয়গুলির জায়গা হালকা বা নড়বড়ে করে বিদায়ের ব্যবস্থা করা।
মূল্যবান ও নতুন তথ্য মস্তিষ্কের প্রবেশ ঘটানো এখন বড় প্রয়োজন, দ্রুত পরিবর্তনের এই সময়কালে। মস্তিষ্ক ব্যবহার ভিত্তিক এই যুগে নানান তথ্যের প্রবাহ এবং স্মরণ শক্তি তীব্র করার আর কোন বিকল্প নেই, কারিগরী ও প্রযুক্তিকে ভর করে যারাই চলছে তারাই এগিয়ে যাচ্ছে আর বাকিরা অচল হয়ে থেমে যাচ্ছে।
বিরামহীন ভাবে নতুন তথ্যের উপর নানান বই পড়া, অনুশিলন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মস্তিষ্কের ক্ষমতাকে বাড়ানোই এখনকার টিকে থাকা।
আলেক অনেক অপ্রয়োজনীয় তথ্যের বিলুপ্তি ঘটিয়ে প্রযুক্তিগত ও পেশাগত তথ্যের সমাবেশ ঘটিয়ে আরো একটি বছর অতিক্রম করতে চায়।
তারিখ: নভেম্বর ১৮, ২০২২
রেটিং করুনঃ ,